সড়ক পথে জেলা শহর পাবনা থেকে চাটমোহর উপজেলা হতে উত্তর-পূর্ব 7 কিলোমিটার এবং জেলা শহর পাবনা থেকে ভাঙ্গুড়া উপজেলা থেকে উত্তর -পশ্চিমে 8 কিলোমিটার। নদী পথে নাটোর জেলার চাঁচকৈর গুরুদাসপুর হতে 20 কিলোমিটার পূর্বে এবং সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ী যমুনা নদী হতে 30 কিলোমিটার পশ্চিমে বিদ্যালয়টি অবস্থিত।
বিদ্যালয়টি 01/01/1972 সালের পূর্বে এখানে একটি নিষিদ্ধ পল্লী ছিল। স্বাধীনতা উত্তর অত্র এলাকার মুক্তিযোদ্ধা বৃন্দ নিষিদ্ধ পল্লীটি উচ্ছেদ পূর্বক 01/01/1972 ইং সালে অত্র এলাকায় ইউনিয়ন পর্যায়ে একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
ষষ্ঠ শ্রেণি-59 জন, সপ্তম শ্রেণি-59 জন, অষ্টম শ্রেণি-63জন, নবম শ্রেণি-35জন, দশম শ্রেণি-45জন।
পাশের হার 90% থেকে 100%
শিক্ষার মান উন্নয়ন, পাবলিক পরীক্ষায় শতভাগ পাশসহ সীমানা প্রচীর নির্মাণ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ও বহুতল ভবন নির্মাণ সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ।
অস্মিতা ষোষ, সানজিদা খাতুন সিমি, চৈতী কর্মকার, মোছাঃ রিতু পারভীন, শ্রাবন্তী রানী কর্মকার, ফারহানা ঐশী, রাত্রী খাতুন, তাহমিনা আক্তার তাপসী, প্রীতি কুন্ডু
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস