অষ্টমনিষা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের অবস্থানের বিবরন-
ক্রঃনং | মালামালের নাম | সংখ্যা | মন্তব্য |
১ | ডেস্কটপ কম্পিউটার | ২টি |
|
২ | ল্যাপটপ | ২টি |
|
৩ | লেমিনেটিং মেশিন | ১টি |
|
৪ | লেজার প্রিন্টার | ১টি |
|
৫ | কালার প্রিন্টার | ২টি |
|
৬ | ফটোস্ট্যাট মেশিন | ১টি |
|
৭ | ইন্টারনেট মডেম | ২টি |
|
৮ | মাল্টিমিডিয়া প্রজেক্টর | ১টি |
|
৯ | স্কীন | ১টি |
|
১০ | চেয়ার | ১০টি |
|
১১ | ফ্রন্ট টেবিল | ২টি |
|
১৩ | পেনড্রাইভ | ২টি |
|
১৪ |
|
২টি
১৫
স্ক্যানার
১টি
১৭
স্পিকার
১টি
১৮
ইউ পি এস
২টি
২২
নোটিশ বোর্ড
১টি
১টি
১টি
- তথ্য সেবা কেন্দ্র পরিচালনার কায্য নিবার্হী কমিটির পরিচিতি ও ছবি-
১। জনাব মো শামছুল আলম, উপজেলা নিবার্হী অফিসার, প্রধান পৃষ্ঠ পোষক।
২। জনাব মোঃ সুলতানা জাহন বকুল- চেয়ারম্যান, ৩ নং অষ্টমনিৃষা ইউনিয়ন পরিষদ।
৩। জনাবা মোছাঃ রেখা খাতুন- ইউপি সদস্যা।
৪।জনাবা মোছাঃ রেবা খাতুন- ইউপি সদস্যা।
৫। জানাবা মোছাঃ ছালমা খাতুন –ইউপি সদস্যা।
৬। জনাব মোঃ ওসমানগনি- ইউপি সদস্য।
৭। জনাব মোঃ জামাল উদ্দিন –ইউপি সদস্য।
৮। জনাব মোঃ আজগর আলী- ইউপি সদস্য।
৯। জনাব মোঃ আ জলিল- ইউপি সদস্য।
১০। জনাব মোঃ ওমর ফারুক- ইউপি সদস্য।
১১। জনাব মোঃ আ জলিল –ইউপি সদস্য।
১২। জনা মোঃ জাকির- ইউপি সদস্য।
১৩। জনাব মোঃ আ রহিম- ইউপি সদস্য।
১৪.জনাব মোঃ আ রহিম ইউ,পি সদস্য।
১৫। জনাব মোঃ গোলাম আম্বিয়া- ইউপি সচিব।
১৬।জনাব মোঃ মনিরুজ্জামান মনি-তথ্য উদ্দোক্তা।
১৭। জনাবা মোছাঃ স্বাপ্না খাতুন –তথ্য উদ্দোক্তা।
-উদ্দ্যোক্তা পরিচিতি-
১। মোঃ মনিরুজ্জামান মনি পিতাঃ মোঃ ওয়াজেদ আলী মাতাঃ মোছাঃ জাহানারা খাতুন গ্রামঃ রুপসী পোষ্টঃ অষ্টমনিসা উপজেলা ভাঙ্গুড়া ও জেলাঃ পাবনা। মোবাইল নং ০১৭১৬৬১৪৯৫৫
| ২। মোছাঃ স্বাপ্না খাতুন পিতাঃ মোঃ বাবু উদ্দিন মাতাঃ মোছাঃ জাহদো খাতুন গ্রামঃ রুপসী
|
-সাবির্ক তদারকি-
১। জনাবা সুলতানা জাহান বকুল তথ্য সেবা কেন্দ্র সভাপতি ও চেয়ারম্যান ৪নং অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ ,পাবনা। মোবাইল নং- ০১৭১৭৫১২২৫৭
| ২। মোঃ গোলাম আম্বিয়া তথ্য সেবা কেন্দ্র সচিব ও ইউপি সচিব ৪নং অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ ,পাবনা। মোবাইল নং- ০১৭২৬৫১৩২৮৪ |
- বিনা মুল্যে প্রদেয় সেবা সমুহ-
কৃষি, স্বাস্থ্য, আইন, মানবাধিকা, নাগরিক সেবা,পযর্টন, অকৃষি উদ্দ্যোগ, পরিবেশ, দুযোর্গ ব্যবস্থাপনা, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য, সাহিত্য ও সাংস্কৃতি, শ্রম ও কর্ম সংস্থান।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে স্যানিটেশন বিষয়ক জনসচেতনতা মত বিনিময় করা হচ্ছে।
গণ সংগীতের মাধ্যমে শিক্ষার উন্নয়নের জন্য স্থানীয় শিল্পিদের নিয়ে অনুষ্ঠান।
ইউনিয়ণ উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে কৃষকদের মাঝে ধান রোপন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
স্থানীয় জনগনে চাহিদার ভিত্তিতে ইন্টারনেট ও সংশ্লীষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে উল্লেখিত বিষয় গুলি নিয়ে জনগনকে তাৎক্ষনিক অবহিত করা।
-স্থানীয় আয় বর্ধন মুলক সেবা-
ইমেইল, স্ক্যানার, কম্পোজ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজ, ইন্টারনেটে ভিডিওর মাধ্যমে কথা বলা, ফটোষ্ট্যাট, কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, বিভিন্ন সরকারী ও বেসরকারী ফর্ম, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল, বিভিন্ন প্রতিষ্ঠানের ভর্তি রেজিষ্ট্রিশন, জন্ম সনদ, সনদ পত্র, ভোটার আইডি, দলিলপত্র বা এ ৩ সাইজের মধ্যে সীমাবদ্ধ যে কোন কাগজে লিখিত বা মুদ্রিত বিষয়ের প্রতিচ্ছবি করা হয়।
-কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র-
আতাইকুলা ইউনিয়ন তথ ও সেবা কেন্দ্রে ছাত্র/ছাত্রীর সংখ্যা ৪৫ জন। কোর্স ফি ৩০০ টাকা মাত্র।
কম্পিউটার প্রশিক্ষণ ছাত্র/ছাত্রীদের এম,এস,ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ফটোশপ, ইন্টারনেট সম্পের্কে পুর্ণ ধারনা দেওয়া হয়্ তাছাড়া কম্পিউটারের টাইপ বাংলা ও ইংরেজি সম্পুর্ন করা হয়। সেই সাথে প্রতি বিষয়ের উপর আলাদা আলাদা নোট সকলের হাতে ধরিয়ে দেওয়া হয়।
-ইন্টারনেট ব্যবহার করে বিদেশে স্বজনে সাথে কথা-
ইউনিয়ন এলাকার সাধারন মানুষ ও ছাত্র/ছাত্রীরা ইন্টারনেট ব্যবহার করছে এবং ইন্টারনেট ব্যবহর করে তারা তাদের প্রিজনকে দেখতে পাচ্ছে। সেই সাথে নিজেদের আপন জনের কাছে এখান থেকেই ইমেইল পাঠাতে পারছে।
-মাল্টিমিডিয়া প্রজেক্টর-
বিভিন্ন অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া দিয়ে অর্থ আয় করা হচ্ছে এবং জনগনের মাঝে বিভিন্ন বিষয় সম্পর্কে অভিহিত করা হচ্ছে।
- ফটোষ্ট্যাট-
স্থানীয় বাজারের থেকে কম মুল্যে ফটোষ্ট্যাটের সুবিধা প্রদান করা হয়।
-কম্পিউটার কম্পোজ-
যে কোন ড্রাফট কম্পিউটার এ টাইপ করে প্রিন্টারের মাধ্যমে ছাপানো হয়।
-ছবি তোলা-
সুলভ মুল্যে ছবি তুলে ২ মিনিটেরমধ্যে সেবা দেওয়া হয়।
-স্ক্যানার-
যে কোন কাগজ সরাসরি স্ক্যানারের মাধ্যমে প্রিন্ট ইমেইল ও কম্পিউটারের রাখা হচ্ছে।
- দেশ বিদেশে মোবাইলে কথা বলা-
সাধারন মানুষকে মোবাইলের মাধ্যমে ফোন কলে সেবা দেওয়অ হচ্ছে। এতে সাধারন বিশেষ ভাবে উপকৃত হচ্ছে।
তথ্য কেন্দ্রের তথ্য দর্শন ও তথ্য ব্যবহার
ব্লগের ব্যবহার
শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার
ছাত্র/ছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত তথ্য ও বিভিন্ন পরীক্ষার ফলাফল ইন্টারনেটের মাধ্যমে গ্রহণ করছে এবং বিভিন্ন পত্রিকা সংগ্রহ করছে।
পরির্দশন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS